এক নজরে গোপীনাথপুর ইউনিয়নঃ

 গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ ,আক্কেলপুর ,জয়পুরহাট।
জয়পুরহাট জেলার মধ্যে আক্কেলপুর উপজেলাধীন ৩নং গোপীনাথপুর ইউনিয়ন একটি প্রাচীনতম ঐতিহ্যবাহী ইউনিয়ন হিসেবে পরিচিত। এ ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের ঐতিহাসিক জিও মন্দিরের অবস্থান। প্রাকৃতিক পরিবেশের সাথে গড়ে ওঠা পলিতে এ ইউনিয়নের কৃষকেরা কৃষি খাতে অগ্রনী ভূমিকা পালন করে থাকে। এছাড়াও পাশ্ববর্তী এলাকার সাথে ব্যবসা-বানিজ্যে মৈত্রী সম্পর্ক বজায় রেখে থাকে।
ক) নামঃ             ৩নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ।
খ) আয়তনঃ         ৬৬০২,৩১ একর।
গ) লোকসংখ্যাঃ     ২৮৫২০ জন।
ঘ) ভোটার সংখ্যাঃ  পুরুষ=৭৭০২, মহিলা=৮১৮৬, মোট=১৫৮৮৮ জন।
ঙ) গ্রামেরসংখ্যাঃ   ২৮টি।
চ) মৌজারসংখ্যাঃ  ২৪টি।
ছ) হাট/বাজার সংখ্যাঃ     ২টি।
উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম-বাস/অটরিক্সা/লছিমন।
জ) শিক্ষার হারঃ    ৮৫% (২০০১ সালের এর শিক্ষা জরীপ অনুযায়ী)
১।সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ       ১১ টি।
২।বে-সরকারী রেজী:প্রা:বিদ্যালয়ঃ   ১টি।
৩।উচ্চ বিদ্যালয়ঃ                      ২ টি।
৪।মাদ্রাসাঃ                             ২ টি।
৫।কলেজঃ                             ১ টি।
৬।কেজী স্কুলঃ                         ৪ টি।
ঝ)দায়িত্বরত চেয়ারম্যানঃ         জনাব মো: আবু ছাইদ জোয়ার্দ্দার
ঞ)গুরুত্বর্পূণ ধর্মীয় স্থানঃ          ১ টি।
ট)ঐতিহাসিক পর্যটন স্থানঃ               গোপীনাথপুর জিও মন্দির।
ঠ)ইউপি ভবন স্থাপন কালঃ               ০৮/০২/২০০২ ইং।
ড)কর্তব্যরত পরিষদের বিবরণঃ
       ১। চেয়ারম্যানের শপথ গ্রহনের তারিখ-০৮/০৭/২০১১ ইং
        ২। সদস্য শপথ গ্রহনের তারিখ-০৮/০৭/২০১১ ইং
       ৩। প্রথম সভার তারিখ-১৭/০৮/২০১১ ইং

No comments

Powered by Blogger.